Subscribe Us

Header Ads

How to use link and comment tag in HTML

Link ও Comment ট্যাগের ব্যবহার :



1. Link :

একটা ওয়েবসাইটকে ব্যবহার যোগ্য করে তোলার জন্য লিংকের সাহায্য আপনাকে অবশ্যই নিতে হবে । Link কথা টির অর্থ হলো একটার সাথে আর একটা যুক্ত করা । অর্থাৎ HTML এর ভাষায় একটা ওয়েবপেজের সাথে আর একটা ওয়েবপেজকে যুক্ত করাই হলো লিংকিং । HTML এ লিংক করার জন্য <a> tag বা anchor tag ব্যবহার করা হয় ।

উদাহরণ :
      
         <html>
<head>
<title>Link tutorial</title>
</head>
<body>
<a href="www.youtube.com">YouTube</a>
</body>
</html>


<a href ="যে পেজ টির সাথে লিংক করবো আমরা তার লিংক এখানে দিতে হবে ">
<a href =" "> যে লেখাটি আমরা ওয়েব পেজে দেখতে চাইবো সেই লেখাটি এখানে লিখতে হবে </a> 



2. Comment :

<!----> HTML এলিমেন্টকে comment করতে এই ট্যাগটি (<!----->) ব্যবহার করা হয় ।
মনে রাখবেন, কমেন্ট ট্যাগ আমরা যে এলিমেন্টের উপরে apply করবো সেই এলিমেন্ট কিন্তু ব্রাউজারে প্রদর্শিত হবে না । এই কমেন্ট ট্যাগের সুবিধা হলো আমরা কোডের মধ্যে অতিরিক্ত তথ্য সংগ্রহ করে রাখতে পারি , যা আমাদের পরবর্তী কোনো একসময়ে কোড গুলিকে পড়তে সাহায্য করে।আমরা সহজেই কমেন্ট ট্যাগ ব্যবহার করে বুঝতে পারি কোনটা কোন section এর under এ পরে ।

উদাহরণ :

<html>
<head>
<title>comment tutorial</title>
</head>
<body>
<!------- This is a comment---->
<p> I am from India.</p>
</body>
</html>

"<!------- This is a comment---->" এটা কিন্তু ওয়েবপেজে দেখাবে না ।
"<p> I am from India.</p>" শুধু মাত্র এই লেখাটি দেখাবে ওয়েবপেজে ।

প্রিয় বন্ধরা, প্রত্যেকবারের মতো এবারেও উপরের কোড গুলো কপি করে নোটপ্যাড বা যে কোনো টেক্সট এডিটরে পেস্ট করুন তারপরে ফাইল টিকে সেভ করুন index.html নামে , তারপরে যে কোনো ব্রাউজারে রান করলেই সহজেই বুঝতে পারবেন ।
আশা করি, এই ছোট্টো লেখাটি আপনাদের জন্য যথাযোগ্য হবে ।

ধন্যবাদ !

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ