How to create a checkbox in HTML form
Checkbox |
বন্ধুরা সবাই কেমন আছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন । আজকে আমরা শিখবো HTML দ্বারা checkbox কিভাবে create করবো । আগের টিউটোরিয়ালটিতে আমরা রেডিও বাটন সম্পর্কে জেনেছিলাম , যেসব বন্ধুরা টিউটোরিয়ালটি মিস করে গেছেন অবশ্যই দেখে নেবেন । আর হ্যা যদি কারুর বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন । তো আসুন আজকের টিউটোরিয়ালটি শুরু করি ---
প্রথমেই বলে রাখি, checkbox & radio button দুটো কিন্তু একই জিনিস নয় । আপনারা হয়তো লক্ষ করেছেন আগের টিউটোরিয়ালটিতে radio button ব্যবহার করে যে কোনো একটি gender সিলেক্ট করা হয়েছিল, কিন্তু checkbox এট্রিবিউট ব্যবহার করে আমরা একধিক নাম সিলেক্ট করতে পারি ।
তাহলে আমরা প্রাক্টিক্যালি checkbox এর ব্যবহার টা জেনে নিই ----
উদাহরণ :
<html>
<head>
<title>Form Tutorial</title>
</head>
<body>
<input type="checkbox" name="Animal" value="Dog"><label>Dog</label><br>
<input type="checkbox" name="Animal" value="Cat"><label>Cat</label><br>
<input type="checkbox" name="Animal" value="Monkey"><label>Monkey</label><br>
<input type="checkbox" name="Animal" value="Fox"><label>Fox</label>
</body>
</html>
উপরের কোড টুকু রান করিয়ে দেখে নিন সহজেই বুঝতে পারবেন ।
আগের টিউটোরিয়ালটিতে type="checkbox" ঠিক এই জায়গায় type="radio" এটা ব্যবহার করেছিলাম যার ফলে যে কোনো একটা নাম সিলেক্ট করা যাচ্ছিলো , কিন্তু checkbox এট্রিবিউট ব্যবহার করার ফলে আপনার ইচ্ছে মতো নাম সিলেক্ট করে ফর্ম submit করতে পারবেন ।
আশা করছি, আপনারা বুঝতে পেরেছেন, যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে ভুলবেন না, সর্বদা আপনাদের পাশে আছি ।
ধন্যবাদ !!
0 মন্তব্যসমূহ