How to create Radio Buttons using HTML
বন্ধুরা সবাই কেমন আছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন । আজকে আমরা শিখবো HTML দ্বারা radio button কিভাবে create করবো । বন্ধুরা radio button সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেয় প্রথমে-----
radio button টা হলো একটা এট্রিবিউট এটা আমরা input ট্যাগের মধ্যে ব্যবহার করি।
radio button এর syntax টি হলো ---- <input type="radio"> ।
আসুন আমরা একটা উদাহরণের মাধ্যমে radio button সম্পর্কে আরো বিস্তারিত ভাবে জানি -----
উদাহরণ :
<html>
<head>
<title>Radio button tutorial</title>
</head>
<body>
<input type="radio" name="Gender">Male
<input type="radio" name="Gender">Female
<br><br>
<input type="submit" value="Click here">
</body>
</html>
উপরের উদাহরণটিতে দেখুন name="Gender" এই লেখাটি আমি দিয়েছি, এই নাম টা আপনারা যে কোনো নাম দিতে পারেন, আমি "Gender" দিয়েছি আপনারা যে কোনো নাম দিতে পারেন ।
এবারে অনেকেরই মনে প্রশ্ন আস্তে পারে,
১. যে এই নাম টা আসলে কি ?
উত্তর : এই নাম টা আপনার সার্ভার নাম, অর্থাৎ কি নামে সার্ভারে সেভ হবে এটা সম্পূর্ণ ব্যাকেণ্ডে কাজ করে, ফ্রন্টএন্ডে কোনো পরিবর্তন হবে না কিন্তু ।
২. এই নাম টা কি আমাদের কে দিতেই হবে ?
উত্তর : দেখুন আপনি যদি একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে আপনাদেরকে নাম টা অবশ্যই দিতে হবে , আর যদি এমনি প্রাকটিস করতে চান তাহলে না দিলেও চলবে ।
আশা করছি, আপনারা বুঝতে পেরেছেন, যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে ভুলবেন না, সর্বদা আপনাদের পাশে আছি ।
HTML সম্পর্কে আরো জানতে ক্লিক করুন ।
ধন্যবাদ !!
0 মন্তব্যসমূহ