Subscribe Us

How to use HTML Quotation and blockquote in Bengali language || HTML Quotation and blockquote

Quotation /Blockquote ট্যাগের ব্যবহার 

বন্ধুরা সবাই কেমন আছেন, আশা করছি সবাই ভালো আছেন । আজকে টিউটোরিয়ালটিতে আমরা শিখবো HTML Quotation এবং blockquote ট্যাগের ব্যবহার, অর্থাৎ কোনো লেখাকে আমরা কোটেশন বা কোনো গুরুত্বপূর্ণ লেখাকে আমরা অন্যান্য লেখা গুলোর থেকে আলাদা ভাবে বোঝাতে পারি এই Quotation বা blockquote ট্যাগ ব্যবহার করে ।



HTML ৫



১. Quotation ট্যাগ 

Quotation ট্যাগের শর্ট নাম হলো  <q>
অন্যান্য ট্যাগের মতো এটাও আমরা ব্যবহার করতে পারি, Quotation ট্যাগের শুরু ট্যাগ হলো <q> এবং শেষ ট্যাগ হলো </q>

তো আসুন দেখে নেয়, Quotation ট্যাগের ব্যবহার------

উদাহরণ :

<html>
<head>
<title>Use of Quotation tag</title>
</head>
<body>
<h2>Use of Quotation tag</h2>

<p>Hello friends : <q>This is a Quotation text</q></p>
</body>
</html>

উপরের কোড টুকু প্রত্যেকবারের মতো কপি করে নোটপ্যাড বা যে কোনো টেক্সট এডিটরে পেস্ট করে সেভ করুন .html এক্সটেনশন দিয়ে (যেমন, index.html) । তারপরে ফাইল টিকে যে কোনো ব্রাউজারে রান করলেই সহজেই বুঝতে পারবেন ।

quotation 



আপনাদের ব্রাউজার লোড হওয়ার পরে ঠিক উপরে দেওয়া ইমেজের মতো কিছুটা দেখাবে ।

২. Blockquote ট্যাগ

অন্যান্য ট্যাগের মতো এটাও আমরা ব্যবহার করতে পারি, blockquote ট্যাগের শুরু ট্যাগ হলো <blockquote> এবং শেষ ট্যাগ হলো </blockquote> । HTML blockquote ট্যাগ ব্যবহার করা হয় কোনো বড়ো ধরনের কোটেশন লেখার ক্ষেত্রে । 

তো আসুন দেখে নেয়, Blockquote ট্যাগের ব্যবহার------

উদাহরণ :

<html>
<head>
<title>Use of blockquote tag</title>
</head>
<body>

<h2>Use of blockquote tag</h2>
<blockquote cite="https://showtutorialbengali.blogspot.com">
<p>The Moon is a barren, rocky world without air and water. It has dark lava plain on its surface. The Moon is filled wit craters. It has no light of its own. It gets its light from the Sun. The Moo keeps changing its shape as it moves round the Earth. It spins on its axis in 27.3 days stars were named after the Edwin Aldrin were the first ones to set their foot on the Moon on 21 July 1969 They reached the Moon in their space craft named Apollo II.</p>
</blockquote>

</body>
</html>

উপরের কোড টুকু প্রত্যেকবারের মতো কপি করে নোটপ্যাড বা যে কোনো টেক্সট এডিটরে পেস্ট করে সেভ করুন .html এক্সটেনশন দিয়ে (যেমন, index.html) । তারপরে ফাইল টিকে যে কোনো ব্রাউজারে রান করলেই সহজেই বুঝতে পারবেন ।


blockquote 



আপনাদের ব্রাউজার লোড হওয়ার পরে ঠিক উপরে দেওয়া ইমেজের মতো কিছুটা দেখাবে ।
উপরে কোডে cite টা কিন্তু একটা এট্রিবিউট ওটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেয় ।

এই টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ।

ধন্যবাদ !!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ