নমস্কার ,আমি বুবাই আমি আপনাদের সাথে রয়েছি এই html journey তে,এটা আমার প্রথম ব্লগ এই ব্লগ টির মাধ্যমে আমি আপনাদের সাথে html এর সমস্ত কার্য কলাপ তুলে ধরতে চাইছি । অর্থাৎ ,একটা ওয়েবসাইট তৈরি করার পিছনে html এর ঠিক কত টা অবদান রয়েছে তা এই ব্লগের মাধ্যমে প্রকাশ করতে চলেছি ,আশা করছি আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন ।।
HTML INTRODUCTION
এইচটিএমএল (HTML)
এর অর্থ
হচ্ছে Hyper Text Markup Language. এটা কোন
প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়, মার্কআপ ল্যাংগুয়েজ। ওয়েব ডেভেলপার হতে হলে এই ল্যাংগুয়েজ টি সবার আগে ভালভাবে শিখতে
হবে। তবে এটা
শেখা খুব
সহজ। এটা শিখলেই
আপনি একটা
ওয়েব পেজ
তৈরী করতে
পারবেন। এরপর
যদি CSS শেখেন তাহলে
ঐ পেজটিতে
আরেকটু প্রান
দিতে পারবেন , তারপর জাভাস্ক্রিপ্টের পালা, জাভাস্ক্রিপ্ট শিখে এপ্লিকেশন করলে
আপনার ঐ
ওয়েব পেজটি
ডাইনামিক হওয়া
শূরু হল।
সবশেষে পিইচপি + ডেটাবেস শিখলে আপনি
পূর্নাঙ্গ ডেটাবেস
Driven ওয়েবসাইট
তৈরী করতে
পারবেন।
showtutorialbengali.blogspot.com |
HTML TAG LIST
১. <!--...--> মন্তব্য করার জন্য । <!DOCTYPE> Html ডকুমেন্টের ধরন নির্ধারনের জন্য ।
3 মন্তব্যসমূহ
Any help for html....
উত্তরমুছুনContact me....
thank you...
উত্তরমুছুনThis text is very helpful..
উত্তরমুছুন