Subscribe Us

Header Ads

HTML all tag list



       নমস্কার ,আমি বুবাই আমি আপনাদের সাথে রয়েছি এই html journey তে,এটা আমার প্রথম ব্লগ এই ব্লগ টির  মাধ্যমে আমি আপনাদের সাথে html এর সমস্ত কার্য কলাপ তুলে ধরতে চাইছি । অর্থাৎ ,একটা ওয়েবসাইট তৈরি করার পিছনে html এর ঠিক কত টা  অবদান রয়েছে তা এই ব্লগের মাধ্যমে প্রকাশ করতে চলেছি ,আশা করছি আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন ।।


HTML INTRODUCTION



      এইচটিএমএল (HTML) এর অর্থ হচ্ছে Hyper Text Markup Language. এটা কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়, মার্কআপ ল্যাংগুয়েজ। ওয়েব ডেভেলপার হতে হলে এই ল্যাংগুয়েজ টি সবার আগে ভালভাবে শিখতে হবে। তবে এটা শেখা খুব সহজ। এটা শিখলেই আপনি একটা ওয়েব পেজ তৈরী করতে পারবেন। এরপর যদি  CSS শেখেন তাহলে ঐ পেজটিতে আরেকটু প্রান দিতে পারবেন , তারপর জাভাস্ক্রিপ্টের পালা, জাভাস্ক্রিপ্ট  শিখে এপ্লিকেশন করলে আপনার ওয়েব পেজটি ডাইনামিক হওয়া শূরু হল। সবশেষে পিইচপি + ডেটাবেস   শিখলে আপনি পূর্নাঙ্গ ডেটাবেস Driven ওয়েবসাইট  তৈরী করতে পারবেন।






showtutorialbengali.blogspot.com






 HTML TAG  LIST


১. <!--...--> মন্তব্য করার জন্য । <!DOCTYPE> Html ডকুমেন্টের ধরন নির্ধারনের জন্য ।

২. <body></body> বডি দেওয়ার জন্য

৩. <abbr></abbr> Abbreviation দেওয়ার জন্য ।

৪. <acronym></acronym> Acronym দেওয়ার জন্য ।

৫. <address></address> Html ডকুমেন্টের লেখক এর তথ্য দেওয়ার জন্য ।

৬. <area/> Image-map এরিয়া করার জন্য ।

৭. <b></b> লেখা bold করার জন্য ।

৮.  &nbsp  use করা হয় ওয়ার্ড এর মাঝে space দেওয়ার জন্য ।

৯. <i> </i>লেখা ইটালিক করার জন্য  ।

১০. <big></big> বড় লেখার জন্য ।

১১. <br/> লাইন ব্রেক করার জন্য ।

১২. <button></button> বাটন আনার জন্য ।

১৩. <caption></caption> ক্যপশন দেওয়ার জন্য ।

১৪. <center></center> লেখা মাঝখানে নেওয়ার জন্য ।

১৫.  <del> </del>কোন লেখা মুছার জন্য ।

১৬.  <a></a> লিংক দেওয়ার জন্য ।

১৭. <div></div> ভাগ করা হয় ।

১৮. <dir> </dir>একটা directory list create করা হয় ।

১৯.<dl></dl> একটা definition list create করা হয় ।

২০.<dt> </dt>একটা definition team create করা হয় ।

২১.<font></font> সামনের লেখা ছোটো বড়ো, ও কালার পরিবর্তন করা যায় ।

২২.<form></form> form create করা যায় এই ট্যাগ এর দ্বারা  ।

২৩.<frame></frame> frame window define করা হয়  ।

২৪.<h1> to <h6> লেখার সাইজ ছোটো বড়ো করা যায়  ।

২৫.<ol> </ol>order list crate করা যায় ।

২৬.<ul></ul> unorder list create করা যায় ।

২৭.<p> </p >প্যারাগ্রাফ define করা হয় ।

২৮.<hr> আড়াআড়ি line টানা হয় ।

২৯.<small></small> ছোটো লেখার জন্য ।

৩০.<table></table> table crate করা যায় ।

৩.<tr></tr> table row create করা হয়  ।


বাকি ট্যাগ গুলো পরের টিউটোরিয়াল এ আলোচনা করা হবে ।।


              Click here 

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ