Subscribe Us

How to use html form tag

How to use HTML Form


বন্ধুরা আমি আগে ফর্ম ট্যাগ নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করিনি তাই আজকে আমি এই টিউটোরিয়াল টির  মাধ্যমে  Form ট্যাগ টি আলোচনা করবো ।



HTML ফর্ম একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় । বিশেষ করে ডায়নামিক  ডাটাবেস নির্ভর ওয়েব সাইট র লগইন সিস্টেম ,ভোটিং সিস্টেম ,কন্টাক্ট ফর্ম সহ ইউসার ইনফরমেশন সংগ্রহ করার জন্য HTML ফর্ম ব্যবহৃত হয়ে থাকে ।একটি html ফর্ম কিছু উপাদান নিয়ে গঠিত হয়ে থাকে ।

HTML ফর্ম এ যে ট্যাগ গুলো ব্যবহার হয় সে গুলো হলো :-



<form > 
ইউসার এর জন্য একটি ইনপুট ফর্ম নির্ধারণ করে ।
<input >
Form এর মধ্যে তথ্য নেওয়ার জন্য ইনপুট বাক্স তৈরি করে ।
<textarea >
অনেক লাইনের তথ্য নেওয়ার জন্য একটি বাক্স তৈরি করা হয় ।
<label >
<input > এলিমেন্ট এর জন্য একটি শিরোনাম নির্ধারণ করে ।
<fieldset >
form এলিমেন্ট কে একটি শ্রেণীতে বিভক্ত করে ।
<legend >
<fieldset > এলিমেন্ট এর জন্য একটি শিরোনাম নির্ধারণ করা হয় ।
<select >
একটি ড্রপ ডাউন লিস্ট নির্ধারণ করে ।
<option >
ড্রপ ডাউন লিস্টের একটি অপসন নির্ধারণ করে ।
<button >
একটি বাটন নির্ধারণ করে ।
<output >
ফলাফল প্রদর্শন করা হয় ।

ফর্ম এলিমেন্ট এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে <input > এলিমেন্ট ।
type এট্রিবিউট এর উপর নির্ভর করে <input > এলিমেন্ট পরিবর্তিত হতে পারে ।

showtutorialbengali.blogspot.com 


একটি উদাহরণ দেওয়া হলো :-

<html>
<head><title>First web page</title></head>
<body text="#FF9999">
<p align="left">
<caption>Student table</caption>
<table border="2" cellspacing="0" cellpadding="5">
<tr align="left">
<th>Name</th>
<th>Address</th>
<th>Age</th>
</tr>
<tr>
<td bgcolor="#FF0066">Amal Das</td>
<td style="text-decoration:blink">Taki</td>
<td>50</td>
</tr>
<tr>
<td>Sudip Pal</td>
<td>Habra</td>
<td>22</td>
</tr>
</table></p>
<br><br>
<form>
Username:<br>
<input type="text" name="uname">
<br>
Password:<br>
<input type="password" name="pwd">
<br><br>
       <textarea rows="5" cols="50" name="description" placeholder="enter _desc">
       </textarea><br>
<input type="submit" value="submit">
<br><br>
<input type="checkbox" name="maths" value="on">Maths
<input type="checkbox" name="physics" value="on">Physics
<br><br>
<input type="radio" name="Gender" value="Male">Male
<input type="radio" name="Gender" value="Female">Female
<br><br>
<select name="dropdown">
<option value="maths" selected>Maths</option>
<option value="phy">Physics</option>
<option value="chem">Chemistry</option>
<br><br>
<input type="file" name="fileupload" accept="image/*"/>
<input type="submit" value="submit">
</form>

</body>
</html>

Follow this example carefully.

বন্ধুরা, আজকে just এতটুকুই, তো এই ভাবেই আমরা এগিয়ে যাবো বাকি টিউটোরিয়াল গুলোর দিকে । এই ছোট্ট কন্টেন্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করলে পরে তারাও উপকৃত হবে আশা করছি ।

ধন্যবাদ !!


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ