HTML Element
HTML এ যে কোনো শুরু ও শেষ ট্যাগ এবং মাঝের অংশকে এলিমেন্ট বলা হয় ।
যেমন <h1> এটা একটা উদাহরণ এলিমেন্ট এর। </h1>। কিছু কিছু ট্যাগ এর কোনো এলিমেন্ট থাকে না যেমন <br>,</img> ইত্যাদি ।
একটি html এলিমেন্ট মূলত একটি <ওপেনিং > ট্যাগ ও একটি </ক্লোসিং > ট্যাগ নিয়ে গঠিত হয় এবং ট্যাগ ২ টির মাঝে কনটেন্ট থাকে ।
ওপেনিং ট্যাগ থেকে ক্লোসিং ট্যাগ পর্যন্ত সব কিছু নিয়েই html এলিমেন্ট গঠিত হয় ।
showtutorialbengali.blogspot.com |
HTML Attribute
প্রধানত HTML এ ট্যাগের কার্যক্ষমতাকে বর্ধিত করার জন্য এট্রিবিউটস ব্যবহার করা হয়।
কিছু HTML এলিমেন্ট ও তাদের ব্যবহার :-
alt :
এই এট্রিবিউট <img > ট্যাগ এ ব্যবহৃত হয় । ইমেজ প্রদর্শিত না হলে বিকল্প হিসেবে এই এট্রিবিউট এর টেক্সট ব্রাউজারএ প্রদর্শিত হয় ।
charset :
এই এট্রিবিউট <meta > ট্যাগ এ ব্যবহৃত হয় ।
disabled :
এই এট্রিবিউট টি <input >ট্যাগ এ ব্যবহৃত হয় ।
href :
এই এট্রিবিউট টি <a> ট্যাগ এ ব্যবহৃত হয় । কোন একটি লিংক র url সেট করতে কাজে লাগে ।
lang :
ডকুমেন্ট এর ভাষা সংক্রান্ত তথ্য ধারণ করে ।
id :
একটি এলিমেন্ট এর জন্য uniq নাম সেট করা হয় ।
src :
image এর sourse সেট করা হয় ।
style :
একটি এলিমেন্ট কে inline স্টাইল করার জন্য এটি ব্যবহার করা হয় ।
title :
title যুক্ত এলিমেন্টের উপর মাউস নিয়ে আসলে টিউলিপ হিসেবে টাইটেল এট্রিবিউট র কনটেন্ট প্রদর্শিত হয় ।
বন্ধুরা , আজকে শুধুমাত্র এতটুকুই রইলো আপনাদের জন্য, ভালো করে সবাই অনুশীলন করবেন । সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ।
ধন্যবাদ !!
বন্ধুরা , আজকে শুধুমাত্র এতটুকুই রইলো আপনাদের জন্য, ভালো করে সবাই অনুশীলন করবেন । সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ।
ধন্যবাদ !!
0 মন্তব্যসমূহ