Subscribe Us

Header Ads

How to use html and css style tag


HTML CSS /  স্টাইল ট্যাগের ব্যবহার :-


  একটি  নির্দিষ্ট html এলিমেন্ট কে স্টাইল করার জন্য inline স্টাইল ব্যবহার করা হয় ।কোনো একটি এলিমেন্ট কে inline স্টাইল করার জন্য Style এট্রিবিউট ব্যবহার করা হয়।


Internal Style  :-


ইন্টারনাল স্টাইল  করার জন্য । ডকুমেন্টের <head> সেকশন এর মধ্যে <style >ট্যাগ ব্যবহার করা হয় এবং স্টাইল কোড গুলো এই <style > ট্যাগ এর মধ্যে লিখতে হয় ।


External Style  :-


 এক সাথে অনেকগুলো পেজ অর্থাৎ সম্পূর্ণ ওয়েবসাইট কে স্টাইল করার জন্য এক্সটার্নাল CSS ব্যবহার করা হয় । একটি এক্সটার্নাল CSS ফাইল তৈরি করে তার মধ্যে প্রয়োজনীয় স্টাইল কোড অন্তর্ভুক্ত করা হয় । তারপর ফাইল টিকে ডকুমেন্ট এর <head > এলিমেন্ট এর মধ্যে <link > ট্যাগের মাধ্যমে লিংক করে দেওয়া হয় । এতে করে খুব সহজেই একই স্টাইল সিট্ website এর স্টাইল করা যায় ।

showtutorialbengali.blogspot.com 


[NOTE :- উপরে যে গুলো আলোচনা করলাম এ গুলো খুব ভালো ভাবে  প্রাকটিস করতে হবে সেটার জন্য নোটপ্যাড ওপেন করে বসতে হবে , আমার আগের ব্লগ এ আমি একটি example দিয়ে দেখিয়ে দিয়েছি । সেভ করা সময় অবশ্যই  .html এক্সটেনশন নাম দিয়ে সেভ করতে হবে । আর CSS এর ক্ষেত্রে ,CSS এক্সটেনশন নাম দিয়ে সেভ করতে হবে ।]

Next page 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ