HTML এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য :-
বন্ধুরা ওপেন ট্যাগ ও ক্লোস ট্যাগ সম্পর্কে নিচে আলোচনা করা হলো ।
Example :- open tag is <> [<body > এটা ওপেন ট্যাগ ]
close tag is </> [</body > এটা close ট্যাগ ]
আর একটা কথা বলে রাখি আপনারা ফাস্ট আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ এ যে নোটপ্যাড টি আছে সেটি ওপেন করে এই কাজ গুলো করবেন ।
Friends html এর সম্পর্কে আমরা ভালো ভাবে সব কিছু জানার পর CSS শুরু করবো ।
showtutorialbengali.blogspot.com |
আগেই বলেছি এখনো বলছি html কোনো প্রোগ্রামিং language নয় ,এটি একটি Markup language ।
HTML দিয়ে হয়তো একটি Website যাবে কিন্তু সেটা লাগবে না । কিন্তু আমরা html এর উপরে যদি CSS apply করতে পারি তাহলে Website টি দেখতে সুন্দর লাগবে ।
আমরা HTML এর উপরে তিনরকম ভাবে CSS apply করতে পারি :-
১. Inline css
২. Interline css
৩. External css
এই তিন রকম CSS আমরা কিভাবে html এ apply করতে পারি ,এগুলি পরের টিউটোরিয়াল এ আলোচনা করা হবে ।
showtutorialbengali.blogspot.com |
প্রিয় বন্ধুরা, অবশেষে আমি আর একটা কথা বলতে চায় , যদি আপনারা নিজেরা নিজেদের Website তৈরি করতে চান বা অন্য কারুর Website তৈরি করে দিতে চান বা কোনো IT Sector এ Job পেতে চান তাহলে শুধুমাত্র HTML শিখলে হবে না , HTML এর পাশাপাশি CSS ,জাভাস্ক্রিপ্ট ,জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক ,বুটস্ট্র্যাপ ,PHP ,অবশ্যই জানতে হবে ।
Next page
0 মন্তব্যসমূহ