Subscribe Us

Header Ads

What is HTML Element

What is HTML Element


বন্ধুরা আজকে আমরা শিখবো HTML এলিমেন্ট টা আসলে ঠিক কি জিনিস , তো আসুন আমরা জেনে নেয় ---

HTML এ যেকোনো শুরু ও শেষ ট্যাগ এবং মাঝের অংশকে HTML এলিমেন্ট বলা হয়।

যেমন, <h2>This is an example of element.</h2> 

এখানে  <h2> start ট্যাগ এবং </h2> end ট্যাগ এর মাঝে This is an example of  element . লেখা রয়েছে , তাই <h2>This is an example of element.</h2> এটি একটি এলিমেন্ট ।

অবশ্য কিছু কিছু ট্যাগ এর এলিমেন্ট থাকে না , যেমন <br/>,<img/> ট্যাগ ইত্যাদি ।

আরো সহজ ভাষায় বলতে গেলে, একটি ওপেনিং ট্যাগ থেকে একটি ক্লোসিং ট্যাগ পর্যন্ত সবকিছু নিয়েই HTML এলিমেন্ট গঠিত হয় ।

তো আসুন আমরা HTML এলিমেন্ট এর  গঠন টি দেখে নিয় একটি চিত্র্রের মাধ্যমে 


তাহলে বন্ধুরা এই ছোট্টো আর্টিকেল  টি পড়ে আমরা সহজেই HTML এলিমেন্ট সম্পর্কে জানতে পারলাম , যদি আপনাদের এই ছোট্টো আর্টিকেল টি পড়ে ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে , তাহলে তারাও উপকৃত হবে আসা করছি ।

আর হ্যাঁ  , আমার কিন্তু HTML সম্পর্কিত একটি YouTube চ্যানেল রয়েছে চাইলে আপনারা শেখান থেকেও HTML সম্পর্কে আরো বিস্তারিত ভাবে জানতে পারেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ