HTML অডিও ট্যাগের ব্যবহার :
audio player |
আসুন দেখে নেয় অডিও ক্লিপের ব্যবহার :
<audio>
যে কোনো ধরণের অডিও বা সাউন্ড নির্ধারণ করে ।
<source>
<audio> ট্যাগের সোর্স টা বলে দেয় , ঠিক কোথায় আছে অডিও ক্লিপটা ।
উদাহরণ :
<head>
<title>Audio Clip</title>
</head>
<body>
<audio controls>
<source src="Ruination_2.mp3" type="audio/mp3">
</audio>
</body>
</html>
কোডের মধ্যে controls এট্রিবিউটটি অডিও চালু করা বা বন্ধ করা এবং ভলিউম নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেয় ।
মনে রাখবেন, <audio> এলিমেন্টে তিনটি ফরম্যাট সাপোর্ট করে , যেমন - mp3, wav, ogg ।
এই তিনটি ফরম্যাটের মধ্যে ইন্টারনেট এক্সপ্লোরারে শুধু মাত্র mp3 ফরম্যাট টি সাপোর্ট করে ।
সাফারি ব্রাউজারে mp3 ও wav ফরম্যাট সাপোর্ট করে ।
গুগল ক্রোম , মজিলা ফায়ারফক্স এবং অপেরা ব্রাউজারে তিনটি ফরম্যাটই সাপোর্ট করে ।
পরের টিউটোরিয়াল টিতে আমরা ভিডিও ট্যাগ সম্পর্কে আলোচনা করবো অর্থাৎ ওয়েবপেজে কিভাবে একটা ভিডিও ইনসার্ট করতে হয় সে সম্পর্কে জানবো ।
HTML সম্পর্কে আরো জানতে ক্লিক করুন ।
ধন্যবাদ ।।
0 মন্তব্যসমূহ